আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের আগে ভয়াবহ যে পাঁচ দাবানল দেখেছিল বিশ্ববাসী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বিধ্বংসী দাবানলে এখনও জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস উষ্ণ সান্তা আনা বাতাসের প্রভাবে দীর্ঘদিনের উত্তপ্ত অবস্থা থেকে উৎপত্তি এই দাবানলের উত্তর আমেরিকার গ্রেট বেসিন নামক বিস্তীর্ণ মরু অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসে এই গরম বাতাস গেলো জানুয়ারি থেকে হলিউডের অভিজাত এলাকা প্যালিসেডে শুরু হওয়া তাণ্ডবলীলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন  দাবানলের বিধ্বংসী প্রভাব নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব

শুষ্ক বনাঞ্চল যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে তখন কোনোভাবে আগুন লাগলে সেই আগুণ দ্রুত ছড়িয়ে পড়ে চারদিক, যাকে বলে দাবানল বনের ভেতর ঘন ঝোপঝাড় আর কাছাকাছি লেগে থাকা গাছপালা দাবানল সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ এর জন্য মানুষের অসতর্কতা নাশকতাও দায়ি হতে পারে মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে আরও রয়েছে ক্যাম্প ফায়ার, সিগারেটের উচ্ছিষ্ট বা বৈদ্যুতিক যন্ত্রপাতি আর প্রকৃতি দাবানল সৃষ্টি করতে পারে বজ্রপাতের মাধ্যমে

সবচেয়ে বেশি প্রাণহানীর বিচারে ভয়াবহ দাবানলের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেট ফায়ার্স ১৮৭১ সালের সংঘটিত এটি ছিল মূলত কয়েকটি দাবানলের এক ভয়াবহ সমন্বয় শুরুটা হয়  ওই বছরের ২৯ সেপ্টেম্বর মিনেসোটা থেকে সবচেয়ে প্রলয়ঙ্কারি ঘটনা ঘটে থেকে অক্টোবর এসময় যুক্তরাষ্ট্রের উইস্কন্সিন, ইলিনয়, মিশিগান এবং কানাডার অন্টারিও একযোগে জ্বলতে থাকে

আমেরিকা কানাডার প্রায় ১২ লাখ একর এলাকা আগুনে পুড়ে যায় প্রাণ হারায় দুই দেশের প্রায় তিন হাজার মানুষ

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দাবানলটিও ঘটে যুক্তরাষ্ট্রে,  ১৯১৮ সালে  ওই বছরের ১০ অক্টোবর ক্লোকেট শহরে একটি ট্রেনের স্ফুলিঙ্গ থেকে সূত্রপাত ঘটে আগুনের

ক্লোকেট ফায়ার নামের এই দাবানলটির ধ্বংসলীলার শিকার হয় আশপাশের বন এবং কৃষিজমি প্রবল বাতাসের কারণে দাবানলটি আরও বিধ্বংসী রূপে মুস লেক গোটা ক্লোকেটের উপর দিয়ে প্রবাহিত হয় দাবানলটি  আড়াই লাখ একর জায়গা পুড়িয়ে দেয়ধ্বংস করে ৫২ হাজার ঘরবাড়ি  আর প্রাণ নেয় ৪৫৩ জনের 

মৃত্যু সংখ্যার দিক দিয়ে তৃতীয়  স্থানে  রয়েছে  ১৯৮৭ সালে সংঘটিত ব্ল্যাক ড্রাগন ফায়ার তবে এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম দাবানল হিসেবে পরিচিত

উত্তর-পূর্ব চীন এবং বর্তমান রাশিয়ার মোট এক কোটি ৮০ লাখএকর বনাঞ্চল ধ্বংস হওয়া এই দাবানলে মারা গিয়েছিল ২১১ জন

প্রায় একমাস ধরে চালানো তাণ্ডবে পুড়ে যাওয়া বনাঞ্চলের মধ্যে এক কোটি ৫০ লাখ একর ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের চীনের অংশে ছিল তিন মিলিয়ন বা ত্রিশ লাখ একর বনাঞ্চল  

চতুর্থ স্থানে রয়েছে ২১ শতকের সবচেয়ে ভয়ানক দাবানল অস্ট্রেলিয়ার ব্ল্যাক স্যাটার্ডে বুশফায়ার ২০০৯ সালের ফেব্রুয়ারি ভিক্টোরিয়া রাজ্য জুড়ে আগুনের তান্ডবলীলায় তাজ্জ্ব বনে যায় গোটা বিশ্ব

দমকা বাতাসের প্রবাহ দাবদাহ প্রদেশটির সব জায়গায়  ছড়িয়ে থাকায় আকস্মিক স্ফুলিঙ্গ নিমেষেই রূপ নেয় দানবীয় দাবানলে এই অগ্নিকাণ্ড ১১ লাখ একরেরও বেশি জায়গা গ্রাস করে ফেলে হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয় এবং প্রাণ হারায় ১৭৩ জন

১৮২৫ সালে কানাডার গ্রেট মিরামিচি ফায়ার রয়েছে তালিকার পঞ্চম স্থানে ওই বছরের অক্টোবরে সংঘটিত এই অগ্নিকাণ্ডের প্রভাবে নিউ ব্রান্সউইক প্রদেশের  বিস্তীর্ণ অঞ্চল পুড়ে যায় এক অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান শিখায় রূপ নিয়ে প্রায় ১৬ হাজার বর্গকিলোমিটার জমি গ্রাস করে নেয়

প্রবাহিত দমকা হাওয়ায় নিউক্যাসল এবং ডগলাসটাউনের মতো শহরগুলোর  বসত-বাড়ি খামারসহ সবকিছু পুড়ে যায়

এতে কমপক্ষে ১৬০ জন বাসিন্দা প্রাণ হারানদাবানলের এই ভয়াবহ রেকর্ডগুলো এখনও সভ্যতার অবিরাম ক্রমবিকাশের উপর আস্থার ভীতকে নাড়িয়ে দেয়

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন দাবানল