পাকিস্তান একটি ব্যর্থ ও গরিব দেশ বলে মন্তব্য করেছেন হায়দারাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি।
রোববার ( ৪ মে) সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিষ উল্লেখ করে ওয়াইসি আরও বলেন, পেহেলগামে হামলার পর পাকিস্তানে বসে যারা বাজে কথা বলছে, তারা ইসলাম বুঝে না। সন্ত্রাসবাদের বিষের ইতি টানতে তাদেরকে জবাব দেয়ার এটাই উপযুক্ত সময়।
এসময় পেহেলগামে হামলার পর ভারতে কেউ কেউ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এনএস/