বিনোদন

অস্কারে ভারতের একমাত্র আশা প্রিয়াঙ্কা-গুনিতের ‘অনুজা’

লস অ্যাঞ্জেলসের দাবানলের জেরে দু’বার পিছিয়েছিল অস্কারের মনোনয়ন ঘোষণার দিনক্ষণ। অবশেষে বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি অস্কারের ৯৭তম এডিশনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ্যে আনল অস্কার কমিটি।

চলতিবার ভারতের পক্ষে অস্কারের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছিল কিরণ রাও-এর লাপতা লেডিজকে। গেলো মাসেই সেই ছবি অস্কারের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে। তারপর ভারতবাসীর সব আশা-ভরসা ছিল অনুজাকে ঘিরে। হতাশ করল না অনুজা। গুনিত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়া সমর্থিত এই ছবি সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন ছিনিয়ে নিয়েছে।

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যোগ্যতা অর্জনকারী ১৮০টি চলচ্চিত্রের মধ্যে মাত্র পাঁচটি চলচ্চিত্র ট্রফি দখলের দৌড়ে জায়গা করে নিয়েছে।

মার্কিন পরিচালক অ্যাডাম জে গ্রেভস পরিচালিত এই স্বল্প দৈর্ঘের ছবি সংশ্লিষ্ট বিভাগে ‘আ লিয়েন’, ‘আই অ্যাম নট রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ এবং ‘দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট’-এর মতো চারটি সিনেমার সঙ্গে লড়বে।

বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘অনুজা’। সিনেমার গল্প কীরকম? ‘অনুজা’ হল এক নয় বছর বয়সি মেয়ের গল্প। যে তার বড় বোন পলকের সঙ্গে পাড়া-গলির এক পোশাক কারখানায় দিনরাত এক করে কাজ করে। তবে তার এহেন দিন গুজরানের মাঝেই একদিন এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় অনুজাকে যা কিনা ভবিষ্যতে তার পরিবারকে বড়সড়ভাবে প্রভাবিত করে। এভাবেই এগিয়েছে স্বল্প দৈর্ঘের হিন্দি ছবি ‘অনুজা’র গল্প। গুনিত মোঙ্গা প্রযোজিত যে ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অস্কার | প্রিয়াঙ্কা