বিনোদন

অস্কার যাত্রায় ইরান!

বিনোদন ডেস্ক

ইরানি সিনেমা আবারও অস্কারের পথে। ২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ইরানের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আলি জারনেগার পরিচালিত বহুল আলোচিত ছবি ‘কজ অব ডেথ: আননোন’।

মানবিক সংকট, রহস্য আর রাজনৈতিক বাস্তবতার মিশেলে নির্মিত এই ছবিটি ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক ফেস্টিভালগুলোতে। এবার সেই আলোচনাই গড়াচ্ছে অস্কারের দৌড়ে।

ছবিটি নির্বাচন করেছে ৯ সদস্যের একটি বিশেষ কমিটি, যাদের সবাই ইরানের চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। অভিনয়, পরিচালনা, চিত্রগ্রহণ থেকে শুরু করে সাউন্ড ডিজাইন—সকল ক্ষেত্রেই যাদের রয়েছে দারুণ অভিজ্ঞতা।

কমিটির সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী পানতিয়া পানাহিহা, প্রামাণ্যচিত্র নির্মাতা আজাদেহ মৌসাভি, পরিচালক আবোলহাসান দাভুদি, চিত্রনাট্যকার ফারহাদ তোহিদি, চিত্রগ্রাহক হুমান বেহমানেশ, সাউন্ড ডিজাইনার ও একাডেমি সদস্য মোহাম্মদ রেজা দেলপাক, পরিচালক মোস্তফা কিয়াই, অভিনেতা আলি দেহকোরদি এবং কমিটির সচিব ও আন্তর্জাতিক পরিবেশনা বিভাগের উপপ্রধান মোহাম্মদ রেজা তাশাকোরি।

এই কমিটি পাঁচটি সংক্ষিপ্ত তালিকাভুক্ত ছবির মধ্য থেকে ‘কজ অব ডেথ: আননোন’–কে চূড়ান্তভাবে নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরানি সিনেমা #অস্কার