অপরাধ

রাজধানীতে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় এ ঘটনা ঘটে। রাত সোয়া ১২টার দিকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক।

ভুক্তভোগীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথে সেকশন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে ৭-৮ জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার পায়ে গুলি করে। পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।

তিনি জানান, সজলকে  আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একইদিন ধানমন্ডি ও কারওয়ান বাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ছিনতাই