আন্তর্জাতিক

চাহিদা অনুযায়ী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের নিয়ে অবস্থান জানালো আদানি

চাহিদা অনুযায়ী তিন মাস বিরতির বাংলাদেশকে পুরো এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও করসুবিধা চেয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আদানি। আগামী সপ্তাহ থেকে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে গত বছরের ৩১ আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয়। গত ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয় আদানি। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়।

রয়টার্স বলছে, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে আদানি পাওয়ার। ঝাড়খন্ডে আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও আদানি পাওয়ার মূল্য ও কর ছাড়সহ বাংলাদেশের অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি। গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক হয় বিপিডিবির।

এক সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় , 'আদানি পাওয়ার ছাড় দিতে রাজি নয়, এমনকি ১০ লাখ ডলারও নয়। আমরা কেনো ছাড় পাইনি, আমরা পারস্পরিক বোঝাপড়া চাই; কিন্তু এ বিষয়ে তারা চুক্তির শর্ত টেনে আনছে।'

তবে বিষয়টি নিয়ে রয়টার্সের সঙ্গে কোন কথা বলতে রাজি হয়নি বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড (বিপিডিবি) ও আদানি গ্রুপ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আদানি