আন্তর্জাতিক

অভিনব কায়দায় তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলো হামাস

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি তিন জিম্মি সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন এবং ইয়াইর হর্ন মুক্তি পেয়েছেন ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ি আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা রয়েছে  ইসরাইল।

ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, শনিবার(১৫ ফেব্রুয়ারি)  সকালে খান ইউনিসে মুক্তির আগে তিন ইসরাইলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করে হামাস।

ইসরাইলি পুরুষ জিম্মিরা হলেন -সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন এবং ইয়াইর হর্ন। আগের জিম্মি মুক্তির মতো, এবারও হামাসের পক্ষ থেকে ওই তিন জিম্মিকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়।

জিম্মি মুক্তি দিতে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছে হামাস যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সাগুই ডেকেল-চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয়। হামাসের কাছে আটক হওয়ার চার মাস পর মেয়ের বাবা হন তিনি।

প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করে হামাসের যোদ্ধারা। এবার গ্যালো সাত অক্টোবর হামলায় ইসরাইল থেকে ছিনতাই করা গাড়িতে তিন জিম্মিকে নিয়ে আসে হামাস।

এর আগে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করেছে এমন অভিয়োগ এনে শনিবার জিম্মি মুক্তি স্থগিত করেছিল হামাস। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর হামাস ফের জিম্মি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলি জিম্মি