খেলাধুলা

যে মাধ্যমে দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। শুরু হতে বাকি মাত্র ৪ দিন। দর্শকরা টিভি পর্দায় যারা খেলা দেখবেন, তারা নিশ্চয়ই পন্থা খুঁজতে শুরু করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আইসিসি সেই পন্থা জানিয়ে দিয়েছে।

বাংলাদেশ থেকে তিনভাবে খেলা দেখতে পারবেন। টি স্পোর্টস, নাগরিক টিভি- টেলিভিশনের পর্দায় এই দুই জায়গা থেকে। আর ডিজিটাল মাধ্যমে যারা দেখতে চান, তারা টফি অ্যাপে দেখতে পারবেন।

ভারত থেকে জিও স্টারে ডিজিটালি দেখতে পারবেন। টেলিভিশনে দেখতে পারবেন স্টার ও নেটওয়ার্ক-১৮ এর চ্যানেলগুলো থেকে।

পাকিস্তান থেকে পিটিভি ও টেন স্পোর্টস এর মাধ্যমে সম্প্রচার হবে। যারা অনলাইনে দেখতে চান, তারা মাইকো ও তামাশা অ্যাপ থেকে দেখতে পারবেন।

এছাড়াও, বিশ্বের ৮০ টি অঞ্চল থেকে ‘আইসিসি ডট টিভি’ এর মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখা যাবে।

আইসিসি থেকে বিনামূল্য অডিও সম্প্রচার শুনতে পারবেন দর্শকরা। এ জন্য ভিজিট করতে হবে ‘আইসিসি-ক্রিকেট ডট কম’ ওয়েবসাইট। যেখানে প্রতি ম্যাচের বল বাই বল আপডেট, লাইভ কমেন্টারি পাওয়া যাবে।

আইসিসির প্রথম কোনো টুর্নামেন্ট হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি ডিজিটালে ১৬ টি ফিডে ৯ ভাষায় সম্প্রচার হবে। ভাষাগুলো হচ্ছে; ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | টিভি | ডিজিটাল