আন্তর্জাতিক

ভারতীয় ধনকুবের গৌতম আদানীর বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারী পরোওয়ানা জারী

আন্তর্জাতিক ডেস্ক

গৌতম আদানি ছবি: সংগৃহীত

ঘুষ প্রদান ও প্রতারণার অভিযোগে আমেরিকায় অভিযুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোওয়ানা জারী করেছেন বিচারক।  

বুধবার (২০ নভেম্বর ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে এই অভিযোগে অভিযুক্ত করেন।

মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে  আনুষ্ঠানিকভাবে এই অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারেরও বেশি ঘুষ দিয়েছিলেন।

এ বিষয়ে গৌতম আদানি নিজে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এরপর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করতে বন্ড ছাড়ে। মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়ে এই চেস্টা করা হয়। 

বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, অভিযুক্তরা ঘুষের বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তাঁরা যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন (বিনিয়োগ) সংগ্রহ করতে চেয়েছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইনের নামও আছে। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে গৌতম আদানির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি নিউইয়র্ক টাইমস। তার স্বজন সাগর আদানির আইনজীবী কোনো মন্তব্য করেননি। 

৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক গৌতম আদানি। তার  শিল্পগোষ্ঠীর সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানিসহ নানান ব্যবসা রয়েছে।