ফের রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র ভোগান্তিতে মহানগরবাসী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে গাবতলী, টেকনিক্যাল,মোহাম্মদপুর, আগারগাঁও, কল্যাণপুর, মহাখালী, পল্লবী, ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকার প্রবেশপথ গাবতলীতে ব্যাটারিচালিত রিকশাচালকরা বিক্ষোভ চালায়। এতে রাজধানীতে যানবাহন ঢুকতে ও বের হতে পারছে না।
অন্যদিকে, রাজধানীর মহাখালী এলাকার রেল ক্রসিং এলাকা, কল্যাণপুর, আগারগাঁও,পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা সবাই মিরপুর-১০ নম্বরে জড়ো হবেন বলে জানা গেছে।
তেজগাঁও জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিক মহাখালী বাস স্ট্যান্ড ও রেলগেট এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত তারা সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
উল্লেখ, গেলো মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর পর টানা দুদিন রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা।
জেডএস/