দুর্ঘটনা

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে হাতমুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝি বাড়ির পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো- উপজেলার রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝি বাড়ির আবদুল হাইয়ের ছেলে আবিদ হোসেন (৪) ও মেয়ে বিবি ফাতেমা (৭) । স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজনের অজান্তে দাঁতের ব্রাশ নিয়ে ঘর থেকে বের হয়ে যায় আবদুল হাইয়ের মেজ মেয়ে ফাতেমা ও ছোট ছেলে আবিদ। ব্রাশের পর হাত মুখ ধুতে বাড়ির পুকুর ঘাটে যায় তারা দুজন। এর কোনো একসময় বাড়ির লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায় দুজন। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এর একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের দুজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমে বলেন, ধারণা করা হচ্ছে হাতমুখ ধোয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পুকুরে | ডুবে | ভাইবোনের | মৃত্যু