আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়াবহ; একবছরে একদিনে রেকর্ড সংক্রমণ

ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়াবহ; একবছরে একদিনে রেকর্ড সংক্রমণ

 

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে ব্রাজিলে। মহামারির একবছরে প্রতিদিনের সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড গড়লো ল্যাটিন অ্যামেরিকার দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ৯১ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে এক কোটি ১৭ লাখের বেশি মানুষ।

এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দায়ী করেছে দেশটির বেশিরভাগ জনগণ। তাদের অভিযোগ, প্রথম থেকেই মহামারি সামলাতে উদাসীন ছিলেন প্রেসিডেন্ট। একইসঙ্গে অর্থনৈতিক মন্দার অজুহাতে লকডাউনও দেননি। এ কারণে দ্রুত বিস্তার ছড়িয়ে পড়েছে ভাইরাস। এর ওপর নতুন প্রজাতির করোনার কারণে ফেব্রুয়ারির শেষ নাগাদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছে প্রায় দুই হাজার সাড়ে সাত শ’ জন। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার। মৃত্যু ও সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলে | করোনা | পরিস্থিতি | ভয়াবহ | একবছরে | একদিনে | রেকর্ড | সংক্রমণ