এশিয়া

লোকসভায় দলের টিকিট না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যা

লোকসভায় দলের টিকিট না পেয়ে কীটনাশক পানে আত্মহত্যা
ভারতে আসছে লোকসভা নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে অভিমান করে কীটনাশক পান করেন তামিলনাড়ু প্রদেশের মারুমালারচি দ্রাবিড় মুনেত্র কাজহাগাম(এমডিএমকে) পার্টির বর্তমান সংসদ সদস্য গণেশমূর্তি। কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (২৮ মার্চ) না ফেরার দেশে পাড়ি জমান ইরোডের এই সংসদ সদস্য।   এদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আনন্দবাজার, হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়,  এবারের লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। তারপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন।  সেই হতাশা থেকে গত ২৪ মার্চ তিনি বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাংসদকে পরে নিকটবর্তী কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় নগর উন্নয়ন ও আবাসন প্রতিমন্ত্রী এস মুথুসামি, বিজেপি বিধায়ক ডাঃ সি সরস্বতী এবং এআইএডিএমকে নেতা কেভি রামালিঙ্গম সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ গণেশমূর্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। প্রসঙ্গত,  গণেশমূর্তি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গণেশমূর্তি। এমডিএমকে-র বিশেষ পদে ছিলেন ছিলেন তিনি। তবে আসছে লোকসভা নির্বাচনে ইরোড আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল তাঁকে টিকিট দিতে অস্বীকার করায় তিনি তা মেনে নিতে পারেননি। তিনবারের সংসদ সদস্য গণেশমূর্তি আসন্ন লোকসভা নির্বাচনে ইরোড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় টিকিট না পেয়ে বিরক্ত হয়েছিলেন বলে জানা গেছে। এমডিএমকে ডিএমকে জোটের অংশ। জোটের সিদ্ধান্ত মোতাবেক ডিএমকে ইরোডে তার প্রার্থী দেয় এবং তিরুচি আসনটি এমডিএমকেকে বরাদ্দ করে। এমডিএমকে সাধারণ সম্পাদক ভাইকোর ছেলে দুরাই ভাইকোকে তিরুচিতে দলের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়। সোমবার ডিএমকে প্রার্থী কে.ই. প্রকাশ ইরোড সংসদীয় আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এআইএডিএমকে একই আসনের জন্য অত্রাল অশোক কুমারকে মনোনয়ন দিয়েছে। এটি মেনে নিতে পারেননি গণেশমূর্তি। তাই গত রোববার নিজ বাড়িতে নারকেল গাছে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন লোকসভায় | দলের | টিকিট | পেয়ে | কীটনাশক | পানে | আত্মহত্যা