ফুটবল

প্রিমিয়ার লিগে বল-বয়'দের নিয়মে পরিবর্তন

প্রিমিয়ার লিগে বল-বয়'দের নিয়মে পরিবর্তন
প্রিমিয়ার লিগের একটি নিয়মে বদল আনল পরিচালনাকারী কর্তৃপক্ষ।  সাধারণত মাঠের বাইরে বল গেলে বল-বয় বা বল-গার্লস’দের থেকে তা সংগ্রহ করেন খেলোয়াড়েরা।  তবে এবার নিয়মে আর এমনটি থাকছে না।  বল দেওয়ার জন্য নির্দিষ্ট বয় বা গার্লস থাকবে না মাঠে।  বরং ব্যবস্থা থাকবে অনুশীলনে ব্যবহার করা ‘কোনস’, যার উপর বল রাখা হবে।  খেলোয়াড়েরা সেখান থেকে বল সংগ্রহ করে পরবর্তী খেলা শুরু করবেন। মূলত ঘরের মাটিতে দলগুলোর অনৈতিক কোনো চেষ্টা বা বল বয়-গার্ল’দের সাথে বাবানুবাদ এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।  সম্প্রতি এফএ কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে একটি ঘটনা ঘটে।  যেখানে প্রিমিয়ার লিগের দল উলভসকে হারিয়ে দেয় দ্বিতীয় বিভাগের দল কভেন্ট্রি সিটি। এই ম্যাচের এক পর্যায়ে কভেন্ট্রির কোচ মার্ক রবিনস রেগে গিয়েছিলেন এক বল বয়ের উপর।  কারণ ছিল বল বয় বল কুড়িয়ে ফেরত দিতে কিছুটা দেরি করে ফেলে।  পরবর্তীতে এ নিয়ে উলভসের কোচও রবিনসের সমালোচনা করেছেন।  শুধু এই ঘটনা নয়।  গত ডিসেম্বরে বোর্নমাউথ ও ফুলহামের ম্যাচে ফুলহাম গোলরক্ষক তর্কে জড়িয়ে পড়েন এক বল-বয়ের উপর। এমন নানা ঘটনা থেকে নতুন সিদ্ধান্ত এসেছে।  যেখানে বল বয় বা গার্ল’দের কোনো দায়িত্ব থাকবে না।  সরাসরি তাদের থেকে খেলোয়াড়েরা বল সংগ্রহ করতেও পারবেন না।  বরং বল সহকারী হিসেবে যারা থাকবেন, তাদের দায়িত্ব থাকবে।  তারা মাঠের দুই পাশে থাকা কোনস’গুলোর উপর ৭ টি করে বল রাখবেন।  আর সেখান থেকেই খেলোয়াড়েরা বল সংগ্রহ করে পুনরায় খেলা শুরু করবেন। পূর্বের নিয়ম অনুযায়ী মাঠের দুই পাশে ৪ টি করে বল রাখা হতো।  এবার নতুন নিয়মে কোনস’গুলোর উপরে রাখা হবে বল এবং সহকারীরা তার আশপাশে থাকতে পারবেন না।  নির্দিষ্ট করে মাঠে যে বিজ্ঞাপনী বোর্ড ব্যবহার করা হয়, তার পেছনে দাঁড়াতে বলা হয়েছে বল সহকারীদের।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রিমিয়ার | লিগে | বলবয়দের | নিয়মে | পরিবর্তন