বাংলাদেশ

রেলের সোয়া দুই লাখ অগ্রিম টিকিট বিক্রি

রেলের সোয়া দুই লাখ অগ্রিম টিকিট বিক্রি
ঈদ যাত্রার জন্য মোট দুই লাখ ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে সীমিত আসনের বিপরীতে বিপুল চাহিদা থাকায় সবাইকে টিকিট দেয়া সম্ভব হয়নি জানিয়ে দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে। এবার অনলাইনে বিক্রি হয়েছে এসব অগ্রীম টিকেট। শনিবার (৩০ মার্চ) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রেল কতৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার দেওয়া হয় ৯ এপ্রিলের নিয়মিত ৪২টিসহ তিনটি ঈদ স্পেশাল ট্রেনের টিকিট। এদিন সকালে পশ্চিমাঞ্চলের একটি আসনের জন্য আসনপ্রত্যাশীরা ৮৮১ বার চেষ্টা করেছেন। বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে বহির্গামী সাড়ে ১২ হাজারের বেশি আসন বিক্রি হয়েছে। এছাড়া দিনভর মোট বিক্রি হয়েছে ৩৩ হাজার ৫০০ টিকিট। গতবারের চেয়ে এবার অনলাইনের সক্ষমতা বেড়েছে দাবি করে রেলওয়ে বলছে, সীমিত আসনের বিপরীতে বিপুল চাহিদা থাকায় অনেকেই পাননি টিকিট। টিকিট বঞ্চিতদের প্রতি দুঃখ প্রকাশ করে রেল কর্মকর্তারা বলছেন, এবার যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ৩ এপ্রিল থেকে ঈদের ফিরতি যাত্রার টিকিট ইস্যু করা হবে, যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন রেলের | সোয়া | দুই | লাখ | অগ্রিম | টিকিট | বিক্রি