ক্রিকেট

বড় পুঁজির পথে ছুটছে শ্রীলঙ্কা

বড় পুঁজির পথে ছুটছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা রানের পাহাড় গড়ে ছুটছে। সকাল থেকে কিছুটা মেঘের ঘনঘটা ছিল চট্টগ্রামের আবহাওয়া।  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর মধ্যেই শুরু হয় দ্বিতীয় দিনের খেলা।  প্রথম সেশনে কেবল একটি উইকেট সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।  তা এসেছে সাকিব আল হাসানের হাত ধরে।  মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে প্রথম ওভারে অবশ্য খালেদ আহমেদের ডেলিভারিতে দলীয় অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার উইকেট পতন ঘটে।  তবুও বড় পুঁজির পথে ছুটছে শ্রীলঙ্কা । সকালের কন্ডিশন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।  পেসাররা ব্যর্থ হয়েছেন, কেবল সাকিবের স্পিনে কাবু হলেন দীনেশ চান্ডিমাল, ফিরেছেন ৫৯ রানে। ফুল লেন্থ ডেলিভারিতে কট বিহাইন্ডে উইকেট হারিয়েছেন এই ব্যাটার। এর আগে আগের দিনে ৫ উইকেট হারিয়ে ৩১৪ রানে শেষ করে শ্রীলঙ্কা।  আর আজ দ্রুতই ৪০০ তুলে ফেলে দলটি। প্রথম সেশনে একটি উইকেটের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।  এই অবস্থায় বিরতিতে যায় দুই দল। সেসময় ধনঞ্জয়া ডি সিলভা ৭০ রানে এবং কামিন্দু মেন্ডিস ১৭ রানে অপরাজিত ছিলেন।  খুব সহজেই ৫০০ ছুঁয়ে ফেলবে লঙ্কানরা, এমন বার্তা তখন পরিষ্কার। বিরতি থেকে ফিরে খালেদের হাতে ওঠে প্রথম ওভার।  আর সেই ওভারের তৃতীয় বলে ধনঞ্জয়া ফিরে যান লেগ বিফোরের শিকার হয়ে।  রিভিউ নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক।  কিন্তু তাতে সুবিধা করতে পারেননি।  ১১১ বলে ৭০ রান করে বিদায় নিতে হয় তাকে এখন ক্রিজে আছে কামিন্দু ও প্রবথ জয়াসুরিয়া।  লঙ্কানদের হাতে এখন আছে আর ৪ উইকেট।  এমন অবস্থায় ৫০০ ছুঁয়ে ফেলার সম্ভাবনা বেশ প্রবল।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪৩৮ রানে অবস্থান করছে শ্রীলঙ্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন বড় | পুঁজির | পথে | ছুটছে | শ্রীলঙ্কা