ক্রিকেট

জ্যোতির ফিফটিতে ৩ অঙ্কের লক্ষ্যমাত্রা বাংলাদেশের

জ্যোতির ফিফটিতে ৩ অঙ্কের লক্ষ্যমাত্রা বাংলাদেশের
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পঞ্চাশোর্ধ ইনিংসে ভদ্রস্থ পুঁজি সংগ্রহ করেছে স্বাগতিকরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে আশানুরূপ ব্যাট করতে থাকে বাংলাদেশ।  রানের ধারা কিছুটা ধীর গতির হলেও দলীয় শতক ছাড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মিরপুরে টস জয়ের পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওডিআই সিরিজে খেলা ৩ ম্যাচের একটিতেও পাওয়া হয়নি দলীয় শতকের দেখা।  সেখানে আজ টি-টোয়েন্টি ম্যাচে অন্তত তিন অঙ্কের দেখা পেল বাংলাদেশ। শুরুটা অবশ্য মোটেও ভালো করেনি বাংলাদশ।  রানের পাতা খোলার আগেই ওপেনার দিলারা আক্তারকে  হারায় দল।  যা সোফি মোলিনেক্সের প্রথম ডেলিভারিতেই। পরের ওভারেই ফিরে যান সোবহানা মোস্তারি।  বাংলাদেশ দলীয় ২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে। তবে সেখান থেকে উদ্ধার হয় জ্যোতি ও আরেক ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটিং জুটিতে।  দুজনে মিলে বাংলাদেশকে চাপ থেকে উদ্ধার করেন।  দলীয় ৫৯ রানে ফিরে যান মুর্শিদা।  ব্যক্তিগত ২০ রানে মুর্শিদা ফিরলেও জ্যোতি তখনো ছিলেন।  আর সেই থাকা শেষ পর্যন্ত চলল।  যেখানে ফাহিমা খাতুনের সাথেও জ্যোতি ৬০ রানের জুটি করেন। শেষ ওভারে ফাহিমা ফিরে যান ২৭ রান করে।  জ্যোতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রান করে।

এ সম্পর্কিত আরও পড়ুন জ্যোতির | ফিফটিতে | ৩ | অঙ্কের | লক্ষ্যমাত্রা | বাংলাদেশের