আন্তর্জাতিক

বাইডেনের হাত-পা বাঁধা ভিডিও পোস্ট করে তোপের মুখে ট্রাম্প

বাইডেনের হাত-পা বাঁধা ভিডিও পোস্ট করে তোপের মুখে ট্রাম্প
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের নির্বাচনী প্রচার শিবিরের অভিযোগ, আসছে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রতিনিয়ত রাজনৈতিক সহিংসতা উষ্কে দিচ্ছেন ডোনাল ট্রাম্প। গত শুক্রবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ওই ভিডিওটি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপশন বোলছে-গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে ওই ভিডিওটি ধারণ করা হয়েছে। ওইদিন নিউ ইয়র্কে নিহত এক পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো দুটো ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছে। পুলিশের জন্য সমর্থন প্রকাশ করতে দুটো ট্রাকই পুলিশের পতাকায় মোড়ানো ছিল। দ্বিতীয় ট্রাকে লেখা ছিল ‘ট্রাম্প ২০২৪’ এবং গাড়িটির পেছনে বাইডেনের হাত-পা বাঁধা ছবি আাঁকা ছিল। ট্রাম্পের পোস্ট করা ওই ভিডিওর প্রতিক্রিয়ায় বাইডেনের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র মাইকেল টাইলার গণমাধ্যমকে বলেন, “ট্রাম্প প্রতিনিয়ত রাজনৈতিক সহিংসতা উসকে দিচ্ছেন। এখন সময় এসেছে জনগণের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার।” ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা সৃষ্টি করেছিলো তার উল্লেখ করে মাইকেল টাইলার আরও বলেন, “সেই সব পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে জানুন, যারা ৬ জানুয়ারি আমাদের গণতন্ত্র রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন।” এদিকে,  ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরও মুখ বন্ধ করে রাখেনি। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে তার নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র স্টেভেন চিউং বলেন, “রাস্তা দিয়ে যাওয়া একটি পিকআপ ট্রাকের পেছনে ছবিটি লাগানো ছিল। ডেমোক্র্যাট এবং দলটির পাগলরা কেবল প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবারের বিরুদ্ধে ঘৃণ্য সহিংসতার ডাকই দেয়নি; তারা আসলে ট্রাম্পের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে।” আসছে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মত মুখোমুখি হতে চলেছেন বলে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে। জো বাইডেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র বিপর্যয়ে পড়বে- এমনই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছেন ট্রাম্প। সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, আমি নির্বাচিত না হলে ‘রক্তগঙ্গা’ বইবে। আর অভিবাসীদের নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, ‘তারা আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে’। প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা থাকলেও বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের সমর্থন বেশি দেখা যাচ্ছে। আসছে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্প চলতি মাসের শুরুর দিকে প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি ও ককাস) যথেষ্টসংখ্যক ভোটারের সমর্থন পেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বাইডেনের | হাতপা | বাঁধা | ভিডিও | পোস্ট | করে | তোপের | মুখে | ট্রাম্প