আগামী ২১ নভেম্বর কাতারের বুকে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। এর বাকি আছে আর প্রায় ৫ মাস। ঠিক এই সময়ে ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি।
আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার। বিশ্বকাপ প্রত্যাশী দলটির জার্সির ডিজাইন এরই মধ্যে ফাঁস হয়ে গেছে। কোনও দল এখন পর্যন্ত জার্সি উম্মোচন না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে আর্জেন্টিনার জার্সির ডিজাইন।
বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস আর্জেন্টিনার জার্সির ডিজাইন করেছে।জার্সি প্রকাশিত হওয়ার কথা আগামী ৮ জুলাই। তার এক সপ্তাহ আগেই কি না ফাঁস হয়ে গেলো মেসিদের বিশ্বকাপের পোশাক।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখনো কোনও দল তাদের জার্সি উন্মোচন করেনি। চলতি মাসে দলগুলো তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা আছে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।
তবে ফাঁস হওয়া এই জার্সিই আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।