ক্রিকেট

আইপিএলে থাকা ৯ ক্রিকেটার ছাড়া নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা

আইপিএলে থাকা ৯ ক্রিকেটার ছাড়া নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা
চোট থেকে ফিরে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।  আসন্ন পাকিস্তান সিরিজে কিউইদের অধিনায়ক হিসেবে নেতৃত্বের জায়গায় থাকবেন ব্রেসওয়েল। এখনো অভিষেকের অপেক্ষায় থাকা টিম রবিনসন সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ড স্কোয়াডে।  ফাস্ট বোলার উইল’ ও রউরকের ওডিআই ও টেস্ট অভিষেক ঘটেছে।  তিনিও সুযোগ পেয়েছেন স্কোয়াডে। গেলো বছর মার্চ থেকে পায়ের চোটে ছিলেন ব্রেসওয়েল। সম্প্রতি প্লাঙ্কেট শিল্ডে ৪১ রান দিয়ে ৮ উইকেট সংগ্রহ করেছেন তিনি। নিউজিল্যান্ডের নিয়মিত ৯ জন ক্রিকেটার এখন আইপিএল খেলতে ভারতে আছেন। এই নয় জন ক্রিকেটার বাদেই এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।  শুধু আইপিএল খেলছেন, তারাই নয়।  উইল ইয়াং, যিনি ইংল্যান্ডের কাউন্টি খেলার উদ্দেশ্যে দেশের বাইরে রয়েছেন।  টম লাথাম, যিনি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।  টিম সাউদি, ঘরের মাঠের মৌসুম শেষে যাকে বিবেচনা করা হচ্ছে না স্কোয়াডে।  তার কন্ডিশনিং এর উন্নতির জন্য। আগামী জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে বিশ ওভারের বিশ্বকাপ। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।  নিউজিল্যান্ড নির্বাচক স্যাম ওয়েলস বলেন, “মাইকেল সাইডলাইনে একটা লম্বা সময় ধরে কাটিয়েছে।  এটা দারুণ তাকে আবারও ক্রিকেটে খেলতে দেখা। “ সুপার স্ম্যাশে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর ২১ বছর বয়সী রবিনসনের সুযোগ মিলেছে স্কোয়াডে।  তিনি ৫৯.৬০ গড়ে, ১৮৭.৪২ স্ট্রাইকরেটে ২৯৮ রান সংগ্রহ করেছেন।  নির্বাচক ওয়েলস এই ক্রিকেটারকে নিয়ে বলেন, “টিম ঘরোয়া ক্রিকেটে অনেক তরুণ বয়সে এসেছে।  তবে তার স্বাভাবিক সক্ষমতা ও দুর্ধর্ষ রান করার ক্ষমতা এই মৌসুমে চোখে পড়েছে। “

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াড

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাকঞ্চি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’ রউরকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।    

এ সম্পর্কিত আরও পড়ুন আইপিএলে | থাকা | ৯ | ক্রিকেটার | ছাড়া | নিউজিল্যান্ডের | স্কোয়াড | ঘোষণা