জাতীয়

জামিন পেলেন ‘আলোচিত’ ব্যবসায়ী আদম তমিজি হক

জামিন পেলেন ‘আলোচিত’ ব্যবসায়ী আদম তমিজি হক
সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার বহুল ‘আলোচিত’ ব্যবসায়ী আদম তমিজি হক জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৪এপ্রিল) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এর ফলে আদম তমিজি হকের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে তমিজি হকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম আদালতের নির্দেশ অনুযায়ী তাকে হাজির করেন। এর আগে, সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায়  দায়ের হওয়া  একটি মামলায় গ্রেফতার আদম তমিজি হককে চলতি বছরের ৪ জানুয়ারি কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত। এরও আগে, গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  ফেইসবুক লাইভে এসে পাসপোর্ট ছিড়ে ফেলাসহ অসংলগ্ন কথাবার্তা বলে আলোচনার জন্ম দেওয়া আদম তমিজী হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন রাজধানীর এক কাউন্সিলর।  মামলায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন তমিজী। তিনি জনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ, মিথ্যা আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচারের মাধ্যমে ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’ দিয়ে আসছেন। গ্রেফতারের পর তার আচরণ ও কথা অসংলগ্ন মনে হওয়ায় আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয় আদম তমিজি হককে।

এ সম্পর্কিত আরও পড়ুন জামিন | পেলেন | আলোচিত | ব্যবসায়ী | আদম | তমিজি | হক