আন্তর্জাতিক

ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কার করলেন কাউন্সিলর

ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কার করলেন কাউন্সিলর
দীর্ঘদিন পৌর করপোরেশনের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সমাধান না হওয়ায় ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কারে তিনি বাধ্য হয়েছেন। ময়লা জমে পানি আটকে থাকা ম্যানহোলে নেমে পরিষ্কার করেছেন এক কাউন্সিলর। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। দেবেন্দ্র রাঠোর নামে ওই ব্যক্তি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে তিনি কাজটি শুরু করলেও পরে পৌর করপোরেশনের দল ঘটনাস্থলে পৌঁছে বাকি কাজ করে। দলটি বুধবারও পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রাখে বলে জানিয়েছে এনডিটিভি। এ বিষয়ে দেবেন্দ্র রাঠোর বলেন, ওই ম্যানহোল দিয়ে পানি সরছিল না। মানুষের বাড়িতে পানি ঢুকে গিয়েছিল। লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ। বেশ কয়েকবার মেয়রকে অনুরোধ করেও সমাধান হয়নি। তাই আমিই নিজেই পরিষ্কারে নামি। তিনি আরও বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাকে সে মূল্য দিতে হবে। আমি কাজ শুরু করায় করপোরেশনের লোকজন আসে। এ প্রেক্ষিতেই তারা পরিষ্কারকাজ করে। গোয়ালিয়রের অতিরিক্ত কমিশনার মুনিশ সিং সিকারওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ম্যানহোল সংক্রান্ত সমস্যা পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধান করা হয়। সেখানেও করপোরেশনের মাধ্যমেই কাজ করা হচ্ছে। এ কর্মকর্তা আরও বলেন, যদি ওই ম্যানহোলের খবর পেতেন তবে তা তাৎক্ষণিক পরিষ্কার করা হতো। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যানহোলে | নেমে | ময়লা | পরিষ্কার | কাউন্সিলর