আইন-বিচার

ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন

ধর্ষণ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে জামিন আবেদন মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান। মামুনুল হকের পক্ষে জামিন আবেদন ও শুনানি করেন তার আইনজীবী ওমর ফারুক নয়ন। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল বিকালে সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে আটক করে স্থানীয়রা। ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ এপ্রিল ওই নারী সোনারগাঁ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। একই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। মামলাটি বিচারাধীন রয়েছে। মামুনুল হকের বিরুদ্ধে সব মিলিয়ে ৪১টি মামলা রয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ধর্ষণ | মামলায় | হেফাজত | নেতা | মামুনুল | হকের | জামিন