দেশজুড়ে

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪
বগুড়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় আহত একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারকে চাপা দেয় বগুড়াগামী বাসটি। নিহতরা হলেন, বগুড়া সদরের চারমাথা পশ্চিম গোদারপাড়া এলাকার বাসিন্দা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম মণ্ডল (৫৫), বাসের ম্যানেজার ও নিশিন্দা এলাকার আব্দুল হান্নান এবং চারমাথা বাস টার্মিনালের চেইন মাস্টার পালশা এলাকার আলমগীর হোসেন (৪১)। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। এদের মধ্যে ফাইম মণ্ডল প্রাইভেটকারের চালক ছিলেন। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বিষয়ে বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন। তার নামপরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত থাকা বগুড়া সদর থানা পুলিশের এসআই মিজানুর রহমান নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেন। তবে বিস্তারিত কিছু তিনি জানাতে পারেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন বগুড়ায় | বাসপ্রাইভেটকার | সংঘর্ষ | নিহত | বেড়ে | ৪