প্রবাস

কদরের রাতে মসজিদ আল হারামে ২৫ লাখ মুসল্লির নামাজ আদায়

কদরের রাতে মসজিদ আল হারামে ২৫ লাখ মুসল্লির নামাজ আদায়
রাত জেগে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, যিকিরসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শুক্রবার পবিত্র শবে কদর পালন করেছেন জেদ্দা ও মক্কার ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। সেখানে  তিল ধারণের ঠাঁই ছিল না। শুক্রবারের রাত ছিল সৌদি আরবে পবিত্রতম কদরের রাত। এ রাতে মসজিদ আল হারামে নামাজ আদায়ে অংশ নেন ২৫ লাখ মুসল্লি। শুক্রবার এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মসগুল হয়ে পড়েন। এ সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ওমরাহ উপলক্ষ্যে  বিভিন্ন দেশ থেকে মক্কায় আগত মুসল্লিরাও মসজিদুল হারামে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। বাদ যায়নি প্রবাসী বাংলাদেশিরাও। এর আগে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে শেখ রনি মসজিদুল হারামে আগত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করেন। পবিত্র শবে কদর কোন তারিখে তা নির্দিষ্ট করে ঘোষণা করেননি শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)।তবে তিনি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে পবিত্র শবে কদর খোঁজার কথা বলে গেছেন। তারপরও মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগই ২৭ রমজানের রাতকে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে পালন  করে থাকেন। ইসলাম ধর্মে বলা হয়েছে, এই রাতের গুরুত্ব হাজার বছরের চেয়েও বেশি। শুধু তাই নয়, এ দিনটির বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে ইসলাম ধর্মে। রমজানের শেষ  ১০ দিনের যেকোনো একটি রাতে হযরত মুহাম্মাদ সা. এর ওপর  পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন কদরের | রাতে | মসজিদ | আল | হারামে | ২৫ | লাখ | মুসল্লির | নামাজ | আদায়