রাজনীতি

এবার চরম আন্দোলন হবে : ফখরুল

এবার চরম আন্দোলন হবে : ফখরুল
ঢাকাতেই চরম আন্দোলন হবে। ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করবো, সরকার পতন আন্দোলনের মূল কেন্দ্রই হবে ঢাকা। বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ এপ্রিল) বিভিন্ন সময় গুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের জন্য ইস্কাটন লেডিস ক্লাবে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, বিএনপির ওপর দানবীয় নির্যাতন চালাচ্ছে সরকার,এ সরকারকে আন্দোলনেই সরানো হবে। বিএনপির ছেলেদের গুম, খুন ও পঙ্গু করে দিচ্ছে ক্ষমতাসীনরা। ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আন্দোলন বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনে সময় লাগলেও হতাশ নয় বিএনপি।  সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কাজ চলছে, নতুন উদ্যমে রাজপথে লড়াই চলবে বলেও জানান তিনি। ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন,গণতন্ত্রকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। এ সময়ে স্থায়ী কমিটির  সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনীতিবিদদের জন্য জেলখানা সেকেন্ড হোম। আজ গুম হওয়া পরিবারের সদস্যরা জানেন না তারা জীবিত নাকি মৃত। যার কারণে পারিবারিক সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। তিনি আরও বলেন,  ব্যাংকের টাকা কি ইঁদুরে খাচ্ছে? না কি ক্ষমতাসীন দুর্নীতিবাজরা খাচ্ছে? প্রসঙ্গত, দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | চরম | আন্দোলন | হবে | | ফখরুল