দেশজুড়ে

পথশিশুদের হাতে মেহেদি রাঙিয়েছে স্বেচ্ছাসেবীরা

পথশিশুদের হাতে মেহেদি রাঙিয়েছে স্বেচ্ছাসেবীরা
চৈত্রের আকাশে যখন খেলা করছে মেঘ, তখন বাতাস বইছে ঈদুল ফিতরের। সেই সঙ্গে লাল রঙে ডাকছে বৈশাখ। ঈদ এবং বৈশাখের আনন্দকে বাড়িয়ে তুলতে পথশিশুদের হাতে মেহেদি রাঙিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। সোমবার (৮ এপ্রিল) দুপুরে নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন পৌরমাঠ ও পার্শবর্তী এলাকায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়৷ এসময়, সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি স্মৃতি, কমিটি মেস্বার মিফতাহুল জান্নাত পৃথিবীসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি স্মৃতি বলেন, আমরা প্রায় ১৫ জন পথশিশুর হাতে মেহেদি পড়িয়েছি। মূলত সকল শ্রেনীর মানুষের সাথে ইদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন৷ বিশেষ করে পথশিশু, এতিম এবং সুবিধাবঞ্চিতদের পাশে থাকছি ইদকে ঘিরে৷ সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতারসহ নানাবিধ আয়োজন করছি আমরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন পথশিশুদের | হাতে | মেহেদি | রাঙিয়েছে | স্বেচ্ছাসেবীরা