আন্তর্জাতিক

বিড়াল বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ জন নিহত

বিড়াল বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ জন নিহত
ভারতের মহারাষ্ট্রের  আহমেদ নগর জেলায়  কুয়ায় পড়ে যাওয়া বিড়াল বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে। ওই কুয়ায় স্থানীয় এক কৃষক তাঁর গবাদি পশুর মল ফেলতেন। বুধবার (১০ এপ্রিল) ভারতের আহমেদ নগর জেলার ভাগদি নামক গ্রামে ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে  নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, ওই কুয়াতে বিড়াল পড়ে থাকতে দেখে পরিবারে এক সদস্য  লাফিয়ে পড়েন। তবে নরম গোবরের মধ্যে তিনি তলিয়ে যেতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে অন্য সদস্যরা লাফিয়ে পড়েন। একে একে আরও তিন সদস্য কুয়াতে লাফিয়ে পড়েন। তবে কেউই কুয়া থেকে উঠে আসতে পারেননি। প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে পৌঁছায়। এরপর একে একে কুয়া থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। নেওয়াসা থানার পুলিশ পরিদর্শক ধনঞ্জয় যাদব জানান, পরপর ৫ জন কুয়াতে নেমেছিলেন। কিন্তু, কেউই জীবিত অবস্থায় উঠে আসেননি। যে ব্যক্তি কোমরে দড়ি বেঁধে কুয়াতে নেমেছিলেন তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম বিজয় মানিক বলে জানান তিনি। প্রশাসনের উর্ধ্বতন কর্তারা জানান, আহমেদনগর পৌর কতৃপক্ষের দুটি বড় আকারে পাম্প লাগিয়ে ওই কুয়োর মলমূত্র সরিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গবাদি পশুর মলের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকাভাবে ধারণা করছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন বিড়াল | বাঁচাতে | গিয়ে | একই | পরিবারের | ৫ | জন | নিহত