এক মাস সিয়াম সাধনার পর আজ সারা দেশে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদের এ আনন্দ বাড়িয়ে দিতেই যেনো সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর। আজ বিকেলের দিকে খুলনা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হলে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।
আফরোজা সুলতানা বলেন, আজকের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায় এবারের ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। তবে আবহাওয়া ঠান্ডা অবস্থায় থাকবে। ঈদের দিন তাপমাত্রার তেজ থাকবে না। আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকবে।
তিনি বলেন, ঈদের দিন বিকেলের দিকে খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে মানুষের ঈদ আনন্দ ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (১০ এপ্রিল) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, পবিত্র ঈদের দিনে ঢাকাসহ সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। এ ছাড়া গুমোট আবহাওয়া থাকবে। তবে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার হওয়ার আশঙ্কা নেই।
তিনি বলেন, মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে, পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে। এতে মেঘলা ভাব ও গুমোট আবহাওয়া থাকবে, অনুভূত হবে অস্বস্তি। এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করার পরে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।