দেশজুড়ে

নিয়ন্ত্রণে এসেছে এস আলমের অয়েল মিলের আগুন

নিয়ন্ত্রণে এসেছে এস আলমের অয়েল মিলের আগুন
নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে প্রথমে চারটি ইউনিট পরে তা বেড়ে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুক্রবার (১২ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। কাজ শুরুর পরে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি এই কর্মকর্তা। গেলো ৪ মার্চ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। শেষমেশ ৭ মার্চ বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনের ঘটনার পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে উৎপাদন শুরু হয়।    

এ সম্পর্কিত আরও পড়ুন নিয়ন্ত্রণে | এসেছে এস | আলমের | অয়েল | মিলের | আগুন