আর্কাইভ থেকে বাংলাদেশ

ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রাণ গেল এক রোগীর

ডায়াগনস্টিক সেন্টারে  ভুল চিকিৎসায় প্রাণ গেল এক রোগীর

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের সামনে ‘ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসার কারনে ওমর উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ  বুধবার (১৩ জুলাই)  শহরের জেলা হাসপাতালের সামনে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত নয়ন শেখের ছেলে ওমর উদ্দিন মঙ্গলবার রাত ৩টার দিকে হার্ডের রোগে অসুস্থ হয়ে পড়েন।

আজ সকাল ৭টায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা করার জন্য পরামর্শ দেন। তখন তারা সকাল ৮টার দিকে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য নিয়ে যায়। ডায়াগনস্টিক সেন্টারে কর্তব্যরত চিকিৎসক রোগীর রক্তসহ বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে। পরে ডাক্তারকে না জানিয়েই রোগীর শরীরে একটি ইনজেকশন পুশ করে সেখানের অফিস কর্মচারী । যদিও স্যালাইনে পুষ করার কথা ছিল। । এরপর ওমর উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর বিষয়টি জানার পর ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং চিকিৎসক ও সেই অফিস কর্মচারী গা ঢাকা দেয়। এ নিয়ে ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা শুরু হয়। 

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ ও চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তারা উপস্থিত না হওয়ায় নিহতের স্বজনদের থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, এব্যাপারে নিহতের স্বজনরা কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন ডায়াগনস্টিক | সেন্টারে | | ভুল | চিকিৎসায় | প্রাণ | এক | রোগীর