আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার আশঙ্কায় আতঙ্কিত ইরানি জনগণ

ইসরায়েলি হামলার আশঙ্কায় আতঙ্কিত ইরানি জনগণ
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চিরশত্রু ইসরাইলের অভ্যন্তরে সরাসরি হামলা চালিয়েছে ইরান। গেলো শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলি হামলার আতঙ্কে ভুগছে ইরানের জনগণ । মঙ্গলবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ সালে ব্যাপক বিক্ষোভের পর সামাজিক এবং রাজনৈতিকভাবে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে ইরানিরা। সঙ্গে রয়েছে অথনৈতিক সংকট। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইসরায়েলের পাল্টা হামলার ভয়। গেলো শনিবার (১৩ এপ্রিল) রাতভর ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই ইরানিরা ইসরায়েলি হামলার আতঙ্কে ভুগছে। যদিও ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতারা বলছেন, ইসরায়েলে হামলা চালানোর বিষয়টি তারা এখানেই শেষ করতে চায়, কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইরান আরও কঠোরভাবে এর জবাব দিবে। এটি শুধু সাধারণ মানুষের জন্য খারাপ খবর নয়, এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন ইরানের উত্তরাঞ্চলীয় শহরের বাসিন্দা ৪৫ বছর বয়সী শিক্ষক হাশেমও। তিনি বলেন, অর্থনৈতিক চাপ আরও বাড়বে, আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এজন্য আমরা কোনো ধরনের সংঘাত চাই না, আমরা যুদ্ধ চাই না। আমার দুই সন্তানকে কীভাবে নিরাপদে রাখব সেই চিন্তাই এখন ঘুরে ফিরে সামনে আসছে। গৃহিনী পারভেনা। তিনিও ইসরায়েলি হামলা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। একই সঙ্গে রয়েছে অর্থনৈতিক দুরাবস্থা। তিনি বলেন, আমরা ইরানিরা বহু বছর ধরে অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে রয়েছি। যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে। আমার স্বামী একজন কারখানার শ্রমিক। আমাদের পর্যাপ্ত টাকা নেই। ফলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে আমাদের জন্য কিছু কিনে মজুদ রাখা সম্ভব হবে না। গেলো ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এরপর থেকে শঙ্কার ভুগছেন অনেক ইরানিরা। তবে শঙ্কার মধ্যে অনেকে সাহসের কথাও বলছেন। ৩০ বছর বয়সী সরকারি কর্মকর্তা হুসেইন সাহাবী বলেন, ইসরায়েলে হামলার ফলে আমার অনেক গর্ব হচ্ছে। ইসরায়েল আমাদের কিছুই করতে পারবে না। কারণ ইরান খুবই শক্তিশালী দেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলি | হামলার | আশঙ্কায় | আতঙ্কিত | ইরানি | জনগণ