আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকায় ফিরতে ভোগান্তিতে লঞ্চ-ট্রেন যাত্রীরা

ঢাকায় ফিরতে ভোগান্তিতে লঞ্চ-ট্রেন যাত্রীরা

ঈদ উদযাপন শেষে ফিরতি পথে বাসযাত্রা নির্বিঘ্নে হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেন ও লঞ্চ যাত্রীদের।

বেসরকারি চাকরিজীবীদের অনেকে আজ শনিবারই (১৬ জুলাই) যোগ দেবেন কাজে। একারণে প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের বাড়তি ভিড়। আসছে রোববার (১৭ জুলাই) কর্মস্থলে যোগ দিতে ঢাকা ফিরছেন সরকারি চাকরিজীবীরা। 

এত কিছুর পরে স্বস্তিতে ঢাকায় ফিরতে পারলেও ঢাকার বিভিন্ন গন্তব্যে যেতে যানবাহনের সংকটে অস্বস্তিতে পড়েন অনেকে। 

গেলো বৃহস্পতিবার (১৪ জুলাই) কমলাপুরে ছিল না ঢাকামুখী মানুষের চাপ। যাত্রীচাপ বাড়ে শুক্রবার। শনিবারেও সেটা অব্যাহত আছে, তবে শুক্রবারের তুলনায় ভিড় কিছুটা কম, জানিয়েছেন যাত্রী ও রেলওয়ে সংশ্লিষ্টরা।

এদিকে শনিবার সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে লঞ্চ। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়েই আসছে এক-একটি লঞ্চ। অভিযোগ রয়েছে, বাড়তি ভাড়া আদায়েরও।

বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা জানান, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৭৫ টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকায় | ফিরতে | ভোগান্তিতে | লঞ্চট্রেন | যাত্রীরা