ফুটবল

রোনালদোর বড় অঙ্কের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ জুভেন্টাসকে

রোনালদোর বড় অঙ্কের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ জুভেন্টাসকে
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালির ক্লাবটি থেকে ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান পর্তুগিজ তারকা। ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার সময় ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন তিনি। কিন্তু জুভেন্টাস সেটা দিতে অস্বীকৃতি জানায়। এরপর বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কোর্ট অব আরবিট্রেশন রোনালদোর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জুভেন্টাসকে ৯৭ লাখ ইউরো দেওয়ার আদেশ দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৩ কোটি ২৮ লাখ টাকা। রোনালদোর প্রাপ্য বেতন থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে এই অর্থ নির্ধারণ করা হয়েছে। ৯৭ লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে জুভেন্টাসকে।

এ সম্পর্কিত আরও পড়ুন রোনালদোর | বড় | অঙ্কের | বকেয়া | বেতন | পরিশোধের | নির্দেশ | জুভেন্টাসকে