আর্কাইভ থেকে বাংলাদেশ

নড়াইল শিক্ষক লাঞ্ছিত: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

নড়াইল শিক্ষক লাঞ্ছিত: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

গেলো ১৮ জুন পুলিশের উপস্থিতিতে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন নড়াইল | শিক্ষক | লাঞ্ছিত | বিচার | বিভাগীয় | তদন্তের | নির্দেশ