আর্কাইভ থেকে বাংলাদেশ

৭৪ তারকার সঙ্গে "দিন-The day" দেখবেন অনন্ত-বর্ষা

৭৪ তারকার সঙ্গে "দিন-The day" দেখবেন অনন্ত-বর্ষা

আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। বরাবরের মতো এবারও তার সঙ্গী বর্ষা। ঈদ উপলক্ষে তাদের অভিনীত "দিন-The day" সিনেমাটি সারাদেশের ১১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

গেলো রোববার (১৭ জুলাই) নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, এবার দেশের শোবিজ অঙ্গনের ৭৪ জন তারকার সঙ্গে নিজের "দিন-The day" সিনেমাটি দেখবেন তিনি। সঙ্গে থাকবেন তার স্ত্রী সিনেমাটির নায়িকা বর্ষা। আজ সোমবার (১৮ জুলাই) যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন তারা। 

ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘‘এবার শুধু আমি বা বর্ষা নই,"দিন-The day" দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে ছবি দেখবো। এ শিল্পীদের তালিকায় আছেন নায়ক আলমগীর, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, উজ্জ্বল, রুবেল, ফেরদৌস, রিয়াজ, ববিতা, রোজিনা, সুচরিতা ও চম্পাসহ নতুন প্রজন্মের সিয়াম আহমেদ, আরিফিন শুভ, ইমন ও নিরব প্রমুখ। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।’’

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে সর্বোচ্চ ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত "দিন-The day"। এ সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকেই।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন ৭৪ | তারকার | সঙ্গে | দিনthe | day | দেখবেন | অনন্তবর্ষা