ক্রিকেট

পুরো আইপিএল না খেললে যেভাবে টাকা পাবেন মোস্তাফিজ

পুরো আইপিএল না খেললে যেভাবে টাকা পাবেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুরো আসর খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অংশ নিতে আগামী ২ এপ্রিল বাংলাদেশে ফিরে আসবেন তিনি। আইপিএলের নিলামে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে নেয় মোস্তাফিজকে। তবে কোনো ইনজুরিতে না পড়ার পরও পুরো আইপিএল না খেলায় নিলামের পুরো টাকা পাবেন না এই টাইগার পেসার। ভারতের ফ্রাঞ্চাইজি লিগটির নিয়মানুযায়ী, গ্রুপ পর্বের সব গুলো ম্যাচ খেললে একজন ক্রিকেটার সব টাকাই পাবেন। তবে সেটি না হলে আনুপাতিক হারে পারিশ্রমিক দেওয়া হয়। মোস্তাফিজও সেই অনুযায়ী টাকা পাবেন। এখন পর্যন্ত চলমান আসরে ৬টি ম্যাচ খেলেছেন ফিজ। ১ মে'র পূর্ব পর্যন্ত আরও তিনটি ম্যাচ খেলতে পারবেন চেন্নাইয়ের হয়ে। চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে ৬ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন টাইগার এই কাটার মাস্টার।    

এ সম্পর্কিত আরও পড়ুন পুরো | আইপিএল | খেললে | যেভাবে | টাকা | পাবেন | মোস্তাফিজ