জাতীয়

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বর্তমানে সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভাল খবর দিলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সুখবর পেলো বাংলাদেশ। আগের সব রেকর্ড ভেঙ্গে সোমবার(২২ এ্প্রিল) রাত ৯টার দিকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন এই রেকর্ড স্থাপিত হয়। এসময় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সোমবার( ২২ এপ্রিল) রাতে  বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বিবৃতিতে বলা হয়, ‘দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।’ প্রসঙ্গত, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের ধারণা, চলতি বছর গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে।  বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে ২৫ হাজার ৪৯১ মেগাওয়াট।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | সর্বোচ্চ | বিদ্যুৎ | উৎপাদনে | নতুন | রেকর্ড