ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত

চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে পাকিস্তানে গিয়ে আইসিসির আসরটিতে অংশগ্রহণ করতে চায়না ভারত। এশিয়া কাপে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)-এর এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। সবশেষ রোহিত-কোহলিদের পাকিস্তানে খেলা স্বাভাবিক করে তুলতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। কিন্তু সায় দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। তবে বিসিসিআই সূত্রের বরাতে আইএএনএস বলছে, দ্বিপাক্ষিক সিরিজ পরের কথা, এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে না-ও যেতে পারেন। ভেন্যু পরিবর্তন হতে পারে। হাইব্রিড মডেলেও করার সম্ভাবনা আছে। চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির আয়োজন হওয়া সত্ত্বেও ভারতের অংশগ্রহণ সরকারি নির্দেশের ওপর নির্ভর করে, এমনটি জানিয়েছে বিসিসিআই।

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস | ট্রফিও | হাইব্রিড | মডেলে | খেলতে | চায় | ভারত