ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত উসাইন বোল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত উসাইন বোল্ট
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্বসেরা গতিমানব ও জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টকে। বুধবার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘অ্যাথলেট হিসেবে অসামান্য অর্জনের এবং সামর্থ্যের কারণে বিশ্বজুড়ে বোল্টের অনেক আবেদন রয়েছে। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বার্তা ছড়িয়ে দিতে তার মতো উপযুক্ত কেউ হতে পারে না।’ অলিম্পিকে আটবারের গোল্ড মেডেল জেতা বোল্ট এবারের আসরটির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জ্যামাইকান এই স্প্রিন্টার অংশ নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতে। বিশ্বকাপের দূত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত বোল্ট জানান, ‘আইসিসির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হতে পেরে আমি অনেক রোমাঞ্চিত। ক্যারিবিয়ান অঞ্চল থেকে আমি উঠে এসেছি, যেখানে ক্রিকেট জীবনের অংশ। খেলাটি আমার হৃদয়েরও বিশেষ জায়গা করে নিয়েছে এবং মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি অনেক সম্মানিত। এই বিশ্বকাপ ও ক্রিকেটের বিশ্বায়নে আমার সর্বোচ্চ অবদান রাখায় নিজের পুরো শক্তি ব্যয় করব।’  

এ সম্পর্কিত আরও পড়ুন টিটোয়েন্টি | বিশ্বকাপের | দূত | উসাইন | বোল্ট