নানান সময়ে অর্ধডজন নায়িকাসহ কয়েক ডজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। কখনও সঙ্গীতা বিজলানী, সোমী আলী, আবারও কখনও ঐশ্বরিয়া রাই, বা ক্যাটরিনা কাইফের সাথে বলিউড ‘ভাইজান’র সম্পর্ক হয়ে উঠেছিলো ‘টক অব দ্য বলিউড’। কার্ডে সঙ্গীতা বিজলানীর নামের সঙ্গে তার নামটা ছাপা হলেও বিয়েটা শেষ পর্যন্ত হয়নি। এজন্য নিজে দায়ি বলে স্বীকার করেছেন ওই সময়ের হট অভিনেত্রী সোমি আলী। পরে সোমিকে ছেড়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তার অ্যাফেয়ার। যেটি আজও তার তাঁৎ ফ্যান এবং বলিউডের অন্যতম চর্চার বিষয়। কিন্তু জানেন কী-সালমান খানের প্রথম প্রেমিকা কে ছিলেন? কী করছেন এখন তিনি ?
বলিউড পাড়ার একটি সূত্রের দাবি, হিন্দি চলচ্চিত্রের নায়িকা শাহীন বানু ছিলেন সালমান খানের প্রথম প্রেমিকা। মুম্বাই সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় ১৯ বছরের সালমান পাগল ছিলেন শাহীনের জন্য। সালমান ও শাহীন এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে, একসঙ্গে একই ছবিতে নায়ক-নায়িকা হিসেবে অভিনয়ের জন্য ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির অডিশন দিতে গিয়েছিলেন। তবে নির্বাচিত হননি শাহীন। এই ছবির জন্য সালমান খান ও ভাগ্যশ্রীকে বেছে নেওয়া হয়েছিল। শাহীন বানুকে বেছে নিলে ভাগ্যশ্রীর বদলে তিনিই হতেন ছবির নায়িকা।
তাহলে শাহীন বানুর নাম কেন নেওয়া হয় না? এতদিন কেনই বা আড়ালে ছিলেন তিনি। এর বড় কারণ হিসেবে মনে করা হয়-সালমান খানের বয়স তখন ১৯ বছর। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষে ছিলেন। এর অর্থ সালমান তখন মোটেও জনপ্রিয় ছিলেন না। এটা সেই সময়ের কথা।. আর শাহীন বানু তখনো শাহীন বানু হয়ে উঠেন নি। পরিচিত ছিলেন শাহীন জাফরি হিসাবে।
সালমান-শাহীনের সম্পর্ক কীভাবে শুরু হয়? বলিউড পাড়ার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানির মা জেনেভিভ জাফরির খুড়তুতো বোন শাহীন বানু। জেনেভিভই তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর পরের ঘটনা যা হবার তাই। একে অপরকে ডেট করতে শুরু করেন, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ম্যায়নে পেয়ার কিয়া সুপার ডুপার হিট হলে সালমান খান প্রচুর ছবি পেতে শুরু করেন। বেড়ে যায় প্রচণ্ড ব্যস্ততা।
নব্বই দশকের শেষের দিকে সালমান যখন বলিউডে অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তখন পরিচয় হয় বিখ্যাত মডেল সঙ্গীতা বিজলানীর সঙ্গে। ১৯৮০ সালের এই মিস ইন্ডিয়ার সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। শুরু করেন লিভ ইন অর্থাৎ একই ছাদের তলায় বসবাস। আর প্রেমের সম্পর্ক থেকে ছিটকে পড়েন শাহীন।
শাহীন বানু হচ্ছেন অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে। ‘অ্যায় মিলন কি রাত, মহা-সংগ্রাম, ডার্লিং-ডার্লিং-এর মতো অনেক ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে ৫০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী নিজের কেরিয়ারে বিশেষ উচ্চতায় পৌঁছাতে পারেনি।
বলিউডের বর্তমান মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের ব্যক্তিগত জীবনে নায়িকার অভাব কখনও ছিলো না। ধুমকেতুর মতো সঙ্গীতা আসতেই সরে আসেন শাহীন বানু। একটি আন্তর্জাতিক বিমান সংস্থায় কাজ নেন শাহীন। বিয়ে করেন বলিউড অভিনেতা-প্রয়োজক সুমিত সায়গলকে। পরে বিচ্ছেদও হয় তাদের।
তবে মনে মনে চেয়েছিলেন মেয়ে যেন অভিনেত্রীই হন, আর ঠিক তাই হয়েছে। মেয়ে শায়েষা সায়গল এখন তামিল চলচ্চিত্র পাড়ার অর্থাৎ কলিউডের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।