ঈদের মৌসুমে যেন দুর্ঘটনার মড়ক লাগে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে ঈদুল আজহার আগে ও পরে ১২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ১২৩ জন ।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানান।
প্রতিবেদনে জানানো হয়, গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭৬টি মুখোমুখি সংঘর্ষ, ৯৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৫১টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ছয়টি অন্যান্য কারণে ঘটেছে। এসব দুঘটনায় দেশে ৩১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ১৯৭ জন। মৃতদের মধ্যে ৪৩ জন নারী এবং শিশু ৫৮ জন। পথচারী মারা গেছেন ৪৬ জন। চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।
এ ছাড়া ৯টি নৌ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন।
গত ১৭ জুলাই ‘সেভ দ্য রোড’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশে ১ হাজার ৯৫৬টি সড়ক দুর্ঘটনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৬১২ জন।
এসআই/