আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদ মৌসুমে ১২ দিনে ৩১১ প্রাণ গেল সড়কে

ঈদ মৌসুমে ১২ দিনে ৩১১ প্রাণ গেল সড়কে

ঈদের মৌসুমে যেন দুর্ঘটনার মড়ক লাগে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে ঈদুল আজহার আগে ও পরে ১২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩১১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায়  মারা গেছেন ১২৩ জন ।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানান।   

প্রতিবেদনে জানানো হয়, গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭৬টি মুখোমুখি সংঘর্ষ, ৯৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৫১টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ছয়টি অন্যান্য কারণে ঘটেছে। এসব দুঘটনায় দেশে ৩১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ১৯৭ জন। মৃতদের মধ্যে ৪৩ জন নারী এবং শিশু ৫৮ জন। পথচারী মারা গেছেন ৪৬ জন। চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।

এ ছাড়া ৯টি নৌ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন।

গত ১৭ জুলাই ‘সেভ দ্য রোড’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশে ১ হাজার ৯৫৬টি সড়ক দুর্ঘটনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৬১২ জন।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদ | মৌসুমে | ১২ | দিনে | ৩১১ | প্রাণ | সড়কে