ক্যাম্পাস

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, উপাচার্যের কার্যালয়ে তালা

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, উপাচার্যের কার্যালয়ে তালা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে)। আজ বিকেল ৫টার মধ্যে ছাত্র ও আগামীকাল  সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বাস চালকের বিচারসহ সাত দফা দাবিতে  শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে এ সিদ্ধান্ত দিলো চুয়েট কতৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এদিকে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। জানা যায়, গেলো ২২ এপ্রিল বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চুয়েটের দুই ছাত্র নিহত হন। এর প্রেক্ষিতে ২৩ এপ্রিল সকাল ১০টার দিকে চুয়েট ক্যাম্পাসের সামনে গাছ ফেলে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলতে এলে কোনো ধরনের আশ্বাস দিতে না পারায় ভুয়া,ভুয়া বলে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করেও একই স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন অনির্দিষ্টকালের | জন্য | চুয়েট | বন্ধ | ঘোষণা | উপাচার্যের | কার্যালয়ে | তালা