বিনোদন

চার বছর পর আবারও মঞ্চে ‘ওল্ড স্কুল’

চার বছর পর আবারও মঞ্চে ‘ওল্ড স্কুল’
‘আজ রাতে কোন রূপকথা নেই’; ‘নিখোঁজ ঈশ্বর অথবা এক বন্ধুর খোঁজে’; ‘মনের কাছে খোলা চিঠি’; ‘যুদ্ধ ঘোষণা’ এসব গান কম বেশী সব শ্রোতাদের কানে বাজে এখনো। বাংলাদেশের ব্যান্ড সিনারিতে যতগুলো ব্যান্ডের নাম আসবে তাদের মধ্যে ফোক রক জন্রার‘ওল্ড স্কুল’ একটি জনপ্রিয় নাম। করোনা মহামারীর পর এই ব্যান্ডের মঞ্চে কনসার্ট করার ধারাবাহিকতা একেবারে নেই । তবে গনমাধ্যামকে ও তাদের অফিসিয়াল ফেইজবুক পেইজ থেকে তারা নিশ্চিত করেছে যে আসছে (১০ মে) শুক্রবার ২০২৪ ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে তারা আবারো মঞ্চে ফিরছেন। ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান, ব্যান্ড রিকল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, ক্রিপটিক ফেইটসহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন চার | বছর | আবারও | মঞ্চে | ওল্ড | স্কুল