কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুর ব্রিজ এলাকায় ধান বোঝাই একটি ট্রাক উল্টে আব্দুল গফুর (৫০) নামের ওই ট্রাকের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট গ্রামের বাসিন্দা।
আমজাদ হোসেন নামের এক শ্রমিক বলেন , রাতে নাগেশ্বরী থেকে ধান বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের উদ্দেশ্য যাওয়ার পথে নিয়ন্ত্রণ হাড়িয়ে চন্ডীপুর ব্রিজের কাছে খাদে পরে যায়। পরে ট্রাকের ভিতর আটকা পড়া শ্রমিককে ২ থেকে আড়াই ঘন্টা চেষ্টায় জীবিত উদ্ধার করা গেলেও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শন (এসআই) সেলিম মিয়া জানান, গতকাল রাত ১২ টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।