ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে এই নায়িকা কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন।
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। চারদিকে জয়জয়কার চলছে সিনেমাটির। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।
গেলো ১০ জুলাই মুক্তির পর স্বামী রাজের সিনেমাটি দেখার সুযোগ পাননি চিত্রনায়িকা পরীমণি। অবশেষে সেই সুযোগ হলো।
শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে বিকাল সাড়ে ৪টায় স্ত্রী পরীমণিকে নিয়ে হাজির হন শরিফুল রাজ।
এ সময় পরীর নানাসহ রাজের পরিবারের সদস্যরাও ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। হলে ঢুকে নির্দিষ্ট আসনে বসেন পরী। তার পাশে দেখা যায় খল অভিনেতা মিশা সওদাগর ও বিদ্যা সিনহা মিমকে। এসময় পরীর পরনে দেখা গেছে সাদা রঙের একটি গাউন।
এদিন মূলত ‘পরাণ’-এর বিশেষ প্রদর্শনী হয়েছে। যেখানে অংশ নিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ, এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, মাহিয়া মাহি, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরিসহ সিনেমা অঙ্গনের আরও অনেকে।
উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে তুমুল প্রশংসিত ও আলোচিত ‘পরাণ’।