আইন-বিচার

পদত্যাগ না করে ইউপি চেয়ারম্যানদের নির্বাচনে অংশ নেয়ার আদেশ স্থগিত

পদত্যাগ না করে ইউপি চেয়ারম্যানদের নির্বাচনে অংশ নেয়ার আদেশ স্থগিত
ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পদত্যাগ না করে উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। চেয়ারম্যানদের নির্বাচনে অংশ নেয়ার ওই আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে পদত্যাগ না করা দুই ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা নির্বাচন কমিশনের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এদিন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে দুই চেয়ারম্যানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও শাহদীন মালিক। দুই চেয়ারম্যানের একজন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অপরজন হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুল ইসলাম। তিনি খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আইনজীবী শাহদীন মালিক গণমাধ্যমে জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আপিল কর্তৃপক্ষ তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে তারা রিট করেন। কারণ ইউপি চেয়ারম্যানরা পদত্যাগ করতে বাধ্য নন। আদালত আদেশ দিলেন তারা ইউপি চেয়ারম্যান পদে থেকে আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাদের মনোনয়ন হাইকোর্ট বৈধ ঘোষণা করেছেন। এখন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা বলে মনে করছেন এ আইনজীবী। উল্লেখ্য, ওই দুই উপজেলায় আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পদত্যাগ | করে | ইউপি | চেয়ারম্যানদের | নির্বাচনে | অংশ | নেয়ার | আদেশ | স্থগিত