আর্কাইভ থেকে বাংলাদেশ

৯৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রির অর্জন , লিখতে চান উপন্যাস

৯৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রির অর্জন , লিখতে চান উপন্যাস

ইতালির জিউসেপ্পে প্যাটার্নো নামের এক ব্যাক্তি ৯৮ বছর বয়সে স্নাতকোত্তর পাস করলেন। তিনি ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বিষয় ছিল ইতিহাস ও দর্শন। ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী উপাধি পান তিনি। খবর রয়টার্স।

দুই বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এবার নিজের শিক্ষাজীবনে নতুন আরেকটি মাইলফলক যুক্ত করলেন শতবর্ষ পা দিতে যাওয়া জিউসেপ্পে।

পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়,  শুধু ৯৮ বছর বয়সে ডিগ্রি অর্জন করেই রেকর্ড গড়েননি প্যাতার্নো। বরং তিনি তার ব্যাচে সর্বাধিক নম্বরও পেয়েছেন। এটিও তার জন্য এক অনন্য অর্জন। তিনি ভীষণ পরিশ্রম করতে পারেন এবং তার বিশ্রামের কোনো পরিকল্পনা নেই।

স্নাতকোত্তর শেষ করার পর নতুন এক পরিকল্পনা করেছেন জিউসেপ্পে। তিনি তার বিশ্বস্ত টাইপরাইটার ব্যবহার করে একটি উপন্যাস লিখতে চান।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন ৯৮ | বছর | বয়সে | স্নাতকোত্তর | ডিগ্রির | অর্জন | | লিখতে | চান | উপন্যাস