আবহাওয়া

হিট অ্যালার্টের মধ্যেই এসেছে বৃষ্টির আভাস

হিট অ্যালার্টের মধ্যেই এসেছে বৃষ্টির আভাস
সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। টানা ৩০ দিন ধরে দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। এরমধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২মে থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। ৩মে থেকে রয়েছে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা। ১০ দিন সহনীয় থাকবে আবহাওয়া। মঙ্গলবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তিনি জানান, আগামী ১, ২, এবং ৩ মে খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, রংপুরে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আগামী ৪ ও ৫ মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন হিট | অ্যালার্টের | মধ্যেই | এসেছে | বৃষ্টির | আভাস