আর্কাইভ থেকে এশিয়া

রমজানে শেষ দশদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে মসজিদে নববী

রমজানে শেষ দশদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে মসজিদে নববী

সৌদি আরবের মদিনায় পবিত্র রমজান মাসের শেষ দশদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বৃহস্পতিবার আসন্ন রমজান উপলক্ষে এ পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববীর পরিচালনা কমিটি হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

সৌদি গণমাধ্যম জানায়, রমজানের সময় তারাবির নামাযের আধা ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে। ফজরের নামাজের দুই ঘণ্টা আগে আবারো খোলা হবে। তবে রমযানের শেষ দশদিন ২৪ ঘণ্টাই মসজিদ খোলা থাকবে।

হারামাইন শরিফাইন পরিচালনা কমিটি জানায়, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবে। রিয়াজুল জান্নাহ, ইমাম সাহেবগণ, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের জায়গা নির্ধারিত থাকবে। মসজিদের ভেতরে, মাঠে এবং মসজিদের ছাদেও নামাজ আদায় করতে পারবে মুসল্লিরা। একইসঙ্গে এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে হারামাইন শরিফাইন পরিচালনা কমিটি। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | শেষ | দশদিন | ২৪ | ঘণ্টা | খোলা | থাকবে | মসজিদে | নববী